আজ আমরা ভারতের ভুপ্রাকৃতিক বিভাগসমূহ MCQ (Physical division of india mcq Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এ ভারতের ভূপ্রকৃতি, ভুপ্রাকৃতিক বিভাগসমূহের প্রভৃতি সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |
Mock Test Name
Physical division of india mcq Bengali MockTest
প্রশ্নসংখ্যা
২৫ টি
প্রশ্নের মান
সঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলী
প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTE
নীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।
ভারতের ভুপ্রাকৃতিক বিভাগসমূহ MCQি
11/25
মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম হল- (@onstudyzone)
A) জজ্ঞাহিল
B) কারাকোরাম
C) পিক 15
D) কোনটিই নয়
Explanation:মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম ছিল পিক 15 (Peak XV)।
12/25
এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে সর্ব প্রথম কত সালে মাউন্ট এভারেস্টে পদার্পণ করেন? (@onstudyzone)
A) 1975 সালে
B) 1953 সালে
C) 1984 সালে
D) 2004 সালে
Explanation:কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে সর্ব প্রথম মাউন্ট এভারেস্টে পদার্পণ করেন।
1975 সালে জাপানের জুনকো তাবেই প্রথম মহিলা হিসাবে এভারেস্ট আরোহণ করেন।
1984 সালে বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টে পৌঁছান।
2004 সালে সত্যব্রত দাম প্রথম বাঙালি পুরুষ হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন।
শিপ্রা মজুমদার প্রথম বাঙালি মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টে পদার্পণ করেন।
প্রথম পশ্চিমবঙ্গের মহিলা এভারেস্ট জয়ী কুঙ্গা ভুটিয়া।
13/25
মধ্য হিমালয় অপর কি নামে পরিচিত? (@onstudyzone)
A) হিমাচল
B) শিবালিক
C) হিমাদ্রি
D) তিব্বত
Explanation:মধ্য হিমালয়—দক্ষিণের শিবালিক এবং উত্তরে গ্রেটার হিমালয় আর মাঝখানে মধ্য হিমালয় বিস্তৃত। এটি হিমাচল নামেও পরিচিত।
এর গড় উচ্চতা 3700-4500 মিটার।
14/25
কাশ্মীর উপত্যকা নিম্নের কোন অঞ্ছলে অবস্থিত? (@onstudyzone)
A) হিমাচল হিমালয়
B) শিবালিক হিমালয়
C) হিমাদ্রি হিমালয়
D) কোনটিই নয়
Explanation: কাশ্মীর উপত্যকা, কুলু এবং কাংড়া উপত্যকা মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ে অবস্থিত।
কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশ এ অবস্থিত।
কুলু উপত্যকা হিমাচল প্রদেশ এ অবস্থিত ।
15/25
শিবালিক বা বহি হিমালয়ের গড় উচ্চতা হল- (@onstudyzone)
A) 3500 মিটার
B) 600 মিটার
C) 1500 মিটার
D) 2500 মিটার
16/25
ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? (@onstudyzone)
A) তিব্বত মালভূমি
B) লাদাক মালভূমি
C) পামির মালভূমি
D) দাক্ষিণাত্য মালভূমি
Explanation: লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত লাদাক মালভূমি হল ভারতের সর্বোচ্চ মালভূমি।
17/25
ভারতের বৃহত্তম হিমবাহ হল- (@onstudyzone)
A) সিয়াচেন
B) লাদাখ
C) দাফাবুম
D) কোহিমা
Explanation: সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। প্রায় 90 কিমি বিস্তৃত।
এছাড়াও সিয়াচেন হিমবাহ পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র।
18/25
কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল- (@onstudyzone)
A) সারামতি
B) হিসপার
C) গডউইন অস্টিন বা k2
D) বিয়াফো
Explanation: কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল- গডউইন অস্টিন বা k2
এর উচ্চতা 8611 মিটার।
19/25
নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী? (@onstudyzone)
A) দাফাবুম
B) সারামতি
C) জাপভো
D) মিশমী
Explanation:নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি।
কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাপভো।
মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল দাফাবুম। দাফাবুম সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
20/25
ভারতের প্রাচীনতম পর্বত কোনটা? (@onstudyzone)
A) আরাবল্লি
B) সাতপুরা
C) হিমালয়
D) কারাকোরাম
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
পরবর্তী ৫ টি প্রশ্নের জন্য নিচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করুন।
0 Comments