Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম সবকিছু একসাথে | বাংলা মকটেস্ট বিস্তারিত তথ্যসহ | (দ্বিতীয় পর্ব)







আজ আমরা ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম (The largest, highest, longest and smallest in India Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এ ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম​-রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল প্রভৃতি সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |

"ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম""Mock Test" "ভারতের বৃহত্তম সেতুর নাম কি" "ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি" "ভারতের উচ্চতম টাওয়ার"





Mock Test NameThe largest, highest, longest and smallest in India Bengali MockTest
প্রশ্নসংখ্যা ২০ টি
প্রশ্নের মানসঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলীপ্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTEনীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম


11/20
ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি ? (@onstudyzone)
A) খড়গপুর
B) ভিক্টোরিয়া টার্মিনাস
C) হুবলি
D) গোরক্ষপুর
Explanation:ভারতের বৃহত্তম রেল স্টেশনটি হল- ভিক্টোরিয়া টার্মিনাস। এটি মুম্বাইতে অবস্থিত।
12/20
ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি? (@onstudyzone)
A) খড়গপুর
B) ভিক্টোরিয়া টার্মিনাস
C) হুবলি
D) গোরক্ষপুর
13/20
ভারতের দীর্ঘতম নদী কোনটি ? (@onstudyzone)
A) গঙ্গা
B) ভাগীরথী
C) যমুনা
D) মহানদী
Explanation: ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী। গঙ্গার দৈর্ঘ্য ২,৫২৫ কিমি (১,৫৬৯ মা); উৎসস্থল পশ্চিম হিমালয়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দক্ষিণ ও পূর্বে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে।
14/20
ভারতের দীর্ঘতম খাল কোনটি ? (@onstudyzone)
A) গ্র্যান্ড ক্যানাল
B) ভাকরা নাঙ্গাল খাল
C) ইন্দিরা গান্ধি খাল
D) আগ্রা খাল
Explanation:ভারতের দীর্ঘতম খাল হল ইন্দিরা গান্ধি খাল। এটি রাজস্থানে অবস্থিত।
15/20
ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে রয়েছে? (@onstudyzone)
A) মহারাষ্ট্র
B) গুজরাট
C) কেরল
D) অরুণাচল প্রদেশ
Explanation:ভারতের দীর্ঘতম উপকূল রেখা গুজরাট রাজ্যে রয়েছে।(প্রায় 1600 কিমি)
16/20
ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি ? (@onstudyzone)
A) কুদলি সৈকত(কর্ণাটক)
B) মেরিনা বিচ (চেন্নাই)
C) মান্দ্রেম সৈকত(উত্তর গোয়া)
D) উল্লাল বিচ (মাঙ্গালোর)
17/20
ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা চর 'মাজুলী দ্বীপ' কোন রাজ্যে অবস্থিত? (@onstudyzone)
A) অসম
B) গোয়া
C) কর্ণাটক
D) চেন্নাই
Explanation:ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা চর 'মাজুলী দ্বীপ' অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদে অবস্থিত।
18/20
ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ? (@onstudyzone)
A) NH-34
B) NH-5
C) NH-44
D) NH-10
Explanation:ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক- NH-44. এটি পূর্বে NH-7 নামে পরিচিত ছিল। এটি বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।
ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হল- NH-47A (6 কিমি)
19/20
ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ? (@onstudyzone)
A) বহেরপানি
B) কুঞ্চিকল
C) মুছকুন্ড
D) নায়াগ্রা
Explanation:ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল (বরাহি নদীর কর্ণাটক)।
20/20
ভারতের উচ্চতম স্ট্যাচু "স্ট্যাচু অব ইউনিটি" কোথায় অবস্থিত ? (@onstudyzone)
A) অসম
B) গোয়া
C) গুজরাট
D) চেন্নাই
Explanation:ভারতের উচ্চতম স্ট্যাচু "স্ট্যাচু অব ইউনিটি" গুজরাট রাজ্যে অবস্থিত। এটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি।

নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।

Result:



আরও দেখুন

Post a Comment

0 Comments