আজ আমরা পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, ভূমিরূপ ও আবহবিকার (The internal and external structure of the earth Part-1 Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এ আভ্যন্তরীণ গঠন: ভূ-পৃষ্ঠ, শিলা ভূমিরূপ ও আবহবিকার সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |
Mock Test Name
Structure Of The Earth
প্রশ্নসংখ্যা
২০ টি
প্রশ্নের মান
সঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলী
প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTE
নীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।
পৃথিবী সম্পর্কিত যাবতীয়
11/20
১ ডিগ্রি কৌণিক দূরত্বে সময়ের পার্থক্য হল- (@onstudyzone)
A) ৮ মিনিট
B) ৪ মিনিট
C) ৭ মিনিট
D) ২ মিনিট
12/20
সাধারণত চন্দ্র ও সূর্যগ্রহন মিলিয়ে একবছরে মোট কয়টি গ্রহন হয়? (@onstudyzone)
A) ৪ টি
B) ৭ টি
C) ৩ টি
D) ৫ টি
13/20
যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয়- (@onstudyzone)
A) চন্দ্রগ্রহণ
B) সূর্যগ্রহণ
C) পূর্ণিমা
D) অমাবশ্যা
Explanation: সূর্য গ্রহণের সময়- সূর্য, চাঁদ, ও পৃথিবী একই রেখায় থাকে। ফলে সূর্যের আলো চাঁদের উপড় পড়ে ও চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে এবং পৃথিবী দিনের বেলায় অন্ধকার হয়।
অর্থাৎ সূর্যগ্রহণে- চাঁদ থাকে মাঝখানে; দুই পাশে থাকে সূর্য ও পৃথিবী।
14/20
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়? (@onstudyzone)
A) চন্দ্রগহণ
B) সূর্যগ্রহণ
C) অমাবস্যা
D) পূর্ণিমা
15/20
সূর্যগ্রহণ কোন তিথিতে হয়- (@onstudyzone)
A) অমাবশ্যা
B) পূর্ণিমা
C) একাদশী
D) পঞ্চমী
16/20
চন্দ্র গ্রহণ কোন তিথিতে হয়- (@onstudyzone)
A) অমাবশ্যা
B) পূর্ণিমা
C) একাদশী
D) পঞ্চমী
17/20
মহাদেশীয় ভূত্বক কি নামে পরিচিত ? (@onstudyzone)
A) সিয়াল
B) সিমা
C) ম্যান্টল
D) নিফে
Explanation: পৃথিবীর উপরিভাগের মহাদেশীয় অংশ নিয়ে গঠিত হয় মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত এবং এতে সিলিকা ও অ্যালুমিনিয়াম খনিজের প্রাধান্য থাকায় মহাদেশীয় ভূত্বক কে সিয়াল বলা হয়ে থাকে।
18/20
নিম্নের কোনটিকে সিমা বলা হয় - (@onstudyzone)
A) মহাদেশীয় ভূত্বক
B) কেন্দ্র মন্ডল
C) মহাসাগরীয় ভূত্বক
D) কোনটিই নয়
Explanation:মহাসাগরের তলদেশ দ্বারা যে ভূ-ত্বকীয় অংশ গঠিত হয়, তাকে মহাসাগরীয় ভূত্বক বলে। মহাসাগরীয় ভূত্বক ভূত্বক সাধারণত ভারী ও কালো রঙের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই শিলায় সিলিকা ও ম্যাগনেসিয়ামের আধিক্য থাকায় মহাসাগরীয় ভূত্বক কে সিমা বলা হয়ে থাকে।
19/20
মহাসাগরীয় ভূত্বক যে ধরনের শিলা দ্বারা গঠিত - (@onstudyzone)
A) গ্রানাইট
B) ব্যাসল্ট
C) চুনা পাথর
D) মার্বেল
Explanation: মহাসাগরীয় ভূত্বক ভূত্বক সাধারণত ভারী ও কালো রঙের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
20/20
মহাদেশীয় ভূত্বক গঠিত যে ধরনের শিলা দ্বারা গঠিত - (@onstudyzone)
A) গ্রানাইট
B) ব্যাসল্ট
C) চুনা পাথর
D) মার্বেল
Explanation: মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত।
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।
0 Comments