আজ আমরা ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম (The largest, highest, longest and smallest in India Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এ ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম-রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল প্রভৃতি সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |
Mock Test Name
The largest, highest, longest and smallest in India Bengali MockTest
প্রশ্নসংখ্যা
২০ টি
প্রশ্নের মান
সঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলী
প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTE
নীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম
11/20
ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? (@onstudyzone)
A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
B) কেরল
C) অরুণাচল প্রদেশ
D) দিল্লি
12/20
ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ? (@onstudyzone)
A) লাক্ষাদ্বীপ
B) কেরল
C) অরুণাচল প্রদেশ
D) দিল্লি
13/20
ভারতের বৃহত্তম জেলা কোনটি ? (@onstudyzone)
A) কচ্ছ
B) মাহে
C) ডিব্রুগড়
D) হাওড়া
Explanation:ভারতের বৃহত্তম জেলা হল- কচ্ছ। এটি গুজরাটে অবস্থিত।
14/20
ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি ? (@onstudyzone)
A) কচ্ছ
B) মাহে
C) ডিব্রুগড়
D) হাওড়া
Explanation:ভারতের ক্ষুদ্রতম জেলা হল- কচ্ছ। এটি পদুচেরিতে অবস্থিত।
15/20
ভারতের বৃহত্তম কারাগার তিহার জেল কোন রাজ্যে অবস্থিত? (@onstudyzone)
A) পশ্চিমবঙ্গ
B) দিল্লি
C) মহারাষ্ট্র
D) তামিলনাড়ু
16/20
ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি ? (@onstudyzone)
A) সদরঘাট সেতু
B) মহাত্মা গান্ধী সেতু
C) রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ
D) গোল্ডেন সেতু
Explanation:রবীন্দ্র সেতু (পূর্বনাম হাওড়া ব্রিজ) হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। ১৮৭৪ সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়।
17/20
ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ? (@onstudyzone)
A) ইলোরা
B) অজন্তা
C) এলিফ্যান্টা
D) উদয়গিরি
Explanation:ভারত প্রজাতন্ত্রের মহারাষ্ট্র নামক প্রদেশের আওরঙ্গবাদ জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল। স্থানীয়ভাবে ইলোরাকে ভেলুরা বা এলুরা বলা হয়। ধারণা করা হয়, প্রাচীন এলাপুরা নাম থেকে এই সকল নামের উৎপত্তি হয়েছে। বর্তমানে এই স্থানটি ইলোরা নামেই সর্বাধিক পরিচিত।
18/20
ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ? (@onstudyzone)
A) আশুতোশ মিউজিয়াম
B) বরোদা মিউজিয়াম
C) ইণ্ডিয়ান মিউজিয়াম
D) ন্যাশনাল আর্কাইভ
Explanation:ভারতীয় জাদুঘর(ইণ্ডিয়ান মিউজিয়াম) হল ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে।
19/20
ভারতের বৃহত্তম চিড়িয়াখানা অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? (@onstudyzone)
A) মহারাষ্ট্র
B) তামিলনাড়ু
C) অরুণাচল প্রদেশ
D) দিল্লি
Explanation:
20/20
ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ? (@onstudyzone)
A) সুন্দরবন ব-দ্বীপ
B) সিন্ধু ব-দ্বীপ
C) গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা ব-দ্বীপ
D) কোনটিই নয়
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।
0 Comments