Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

গ্রহরূপে পৃথিবী | ভূগোল অধ্যায়ভিত্তিক মকটেস্ট | প্রথম পর্ব |







আজ আমরা গ্রহরূপে পৃথিবী (Earth As Planet Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এপৃথিবীর আকার, আকৃতি ও আয়তন, পৃথিবীর গতিঃ আবর্তন ও পরিক্রমণ, দিনরাত্রি, নিয়ত বায়ুপ্রবাহের গতিবিক্ষেপ, দিনরাত্রির হ্রাস-বৃদ্ধি ও ঋতু পরিবর্তন, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্নয়ঃ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |

গ্রহরূপে পৃথিবী | ভূগোল অধ্যায়ভিত্তিক মকটেস্ট | প্রথম পর্ব |



Mock Test NameEarth As Planet Bengali MockTest
প্রশ্নসংখ্যা ২০ টি
প্রশ্নের মানসঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলীপ্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTEনীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।

গ্রহরূপে পৃথিবী


11/20
জলবিষুব কোন তারিখে হয়- (@onstudyzone)
A) ২১ জুন
B) ২১ মার্চ
C) ২৩ সেপ্টেম্বর
D) ২২ ডিসেম্বর
Explanation: জলবিষুবঃ ২৩ সেপ্টেম্বর তারিখটিতে যখন বিষুব হয়, তখন উত্তর গোলার্ধে শরৎকাল চলে, তাই এই বিষুবকে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলে।
12/20
‘বিষুব’ কথার অর্থ হল- (@onstudyzone)
A) দিন বড়ো রাত ছোট
B) দিন-রাত্রি সমান
C) রাত বড়ো দিন ছোট
D) কোনটিই নয়
Explanation: ‘বিষুব’ কথার অর্থ দিন-রাত্রি সমান। যে যে তারিখে বা দিনে পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়, সেই তারিখ বা দিনগুলিকে বিষুব বলে। এই দিনগুলি হল, ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
13/20
কর্কটসংক্রান্তি কোন দিনটিকে বলা হয়- (@onstudyzone)
A) ২১ জুন
B) ২১ মার্চ
C) ২৩ সেপ্টেম্বর
D) ২২ ডিসেম্বর
Explanation: কর্কটসংক্রান্তিঃ ২১ জুন সূর্যরশ্মী কর্কটকারন্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। ফলে সেই দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি সংঘটিত হয়। একে কর্কটসংক্রান্তি বা উত্তর আয়নান্ত দিবস বা গ্রীষ্মকালীন সৌরস্থিতি বলে।
14/20
মকরসংক্রান্ত কোন দিনটিকে বলা হয়- (@onstudyzone)
A) ২১ জুন
B) ২১ মার্চ
C) ২৩ সেপ্টেম্বর
D) ২২ ডিসেম্বর
Explanation: মকরসংক্রান্তিঃ ২২ ডিসেম্বর সূর্যরশ্মী মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পতিত হয় বলে সে দিন দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রির সৃষ্টি হয়। একে মকরসংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস বা শীতকালীন সৌরস্থিতি বলে।
15/20
পৃথিবী যে নির্দ্দিষ্ট পথে পরিক্রমণ করে তাকে বলা হয়- (@onstudyzone)
A) ছায়াপথ
B) কক্ষপথ
C) কক্ষতল
D) ছায়াবৃত্ত
16/20
পৃথিবীর প্রকৃত আকৃতি - (@onstudyzone)
A) গোলাকার
B) অভিগত গোলাকার
C) ডিম্বাকার
D) চ্যাপ্টাকার
17/20
পৃথিবীর কক্ষপথের আকৃতি- (@onstudyzone)
A) গোলাকার
B) ডিম্বাকার
C) উপবৃত্তাকার
D) চ্যাপ্টাকার
18/20
পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি থাকে- (@onstudyzone)
A) সুমেরু অঞ্চলে
B) ক্রান্তীয় অঞ্চলে
C) নিরক্ষীয় অঞ্চলে
D) কুমেরু অঞ্চলে
19/20
পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে কম থাকে- (@onstudyzone)
A) সুমেরু অঞ্চলে
B) মেরু অঞ্চলে
C) ক্রান্তীয় অঞ্চলে
D) কুমেরু অঞ্চলে
Explanation:
20/20
সূর্য স্থির ও পৃথিবী গতিশীল এ কথা কে প্রথম প্রকাশ করেন? (@onstudyzone)
A) গ্যালিলিও
B) কোপারনিকাস
C) স্যার আইজ্যাক নিউটন
D) পিথাগোরাস

নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।

Result:



আরও দেখুন

Post a Comment

0 Comments