আজ আমরা বারিমন্ডল (Hydrosphere Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এ বারিমন্ডল- সমুদ্রস্রোত, জোয়ারভাটা, বিভিন্ন প্রকার হ্রদ প্রভৃতি সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |
Mock Test Name
Hydrosphere Bengali MockTest
প্রশ্নসংখ্যা
২০ টি
প্রশ্নের মান
সঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলী
প্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTE
নীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।
বারিমন্ডল সম্পর্কিত যাবতীয়
11/20
সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারন- (@onstudyzone)
A) সমুদ্র জলের লবণতা
B) নিয়ত বায়ু প্রবাহ
C) পৃথিবীর আবর্তন গতি
D) অধঃক্ষেপণ
12/20
শীতল ল্যাব্রাডর স্রোতের রং- (@onstudyzone)
A) লাল
B) সবুজ
C) নীল
D) কাল
13/20
সমুদ্রের কোথায় জলের ঘনত্ব বেশী? (@onstudyzone)
A) উপকূলে
B) মোহনায়
C) যেখানে লবণাক্ততা বেশি
D) সমুদ্রের মাঝে
Explanation:
14/20
সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে- (@onstudyzone)
A) প্রতিযোগ
B) সংযোগ
C) সি.জি.গি
D) কোনটিই নয়
15/20
বানিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র সৃষ্টি হয়- (@onstudyzone)
A) উপকূলে
B) মগ্ন চড়াই
C) শৈবাল সাগরে
D) সৈকত ভুমিতে
16/20
সমুদ্র জোয়ার সৃষ্টির জন্য কোন বল মূখ্য ভূমিকা পালন করে? (@onstudyzone)
A) মহাকর্ষ বল
B) কেন্দ্রাতিগ বল
C) কেন্দ্রবিমুখীবল
D) আকর্ষণ শক্তি
17/20
পোর্টোরিকো কি? (@onstudyzone)
A) গভীর সমুদ্রখাত
B) সমভূমি
C) মালভূমি
D) মহীঢাল
18/20
কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? (@onstudyzone)
A) ব্যারোমিটার
B) সেক্সট্যান্ট
C) ফ্যাদোমিটার
D) সিসমোগ্রাফ
19/20
বায়ু উত্তর গোলার্ধের ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধের বামদিকে বেঁকে যায়। এটি কোন সূত্র? (@onstudyzone)
A) বায়বেলটের সূত্র
B) ফেরেলের সূত্র
C) গতির সূত্র
D) নিউটনের সূত্র
Explanation:
20/20
মরা কোটাল হয়— (@onstudyzone)
A) শুক্ল ও কৃয়পক্ষের অষ্টমী তিথিতে
B) অমাবস্যা তিথিতে
C) পূর্ণিমা তিথিতে
D) প্রতিপদে
নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।
0 Comments