Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী দেশসমূহ | বাংলা মকটেস্ট বিস্তারিত তথ্যসহ |







আজ আমরা ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী দেশসমূহ (Location of India Bengali MockTest) এই টপিকের উপর মকটেস্ট নিয়ে উপস্থিত হয়েছি | এই টপিকটি থেকে WBCS, SSC, WBPSC সহ স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে | আমারা এই মকটেস্ট এ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী দেশসমূহ​, বিস্তৃতি, আয়তন, প্রতিবেশী দেশসমূহ প্রভৃতি সকল বিষয়ের উপর প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করেছি | সম্পূর্ণ মকটেস্ট দেওয়ার পর আসা করি এই টপিকের উপর আর কোন প্রশ্ন অজানা থাকবে না | প্রতিদিন এরকম মকটেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পার |

"ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী দেশসমূহ mcq" "ভারতের মানচিত্র" "ভারতের আয়তন" "ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ" "bharoter ayoton mcq bengali"



Mock Test NameLocation of India Bengali MockTest
প্রশ্নসংখ্যা ২০ টি
প্রশ্নের মানসঠিক উত্তর- 1/প্রশ্ন | ভুল উত্তর- 0.10/প্রশ্ন
নিয়মাবলীপ্রথমে সবকটি সঠিক উত্তর Select করুন তারপর নীচে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করুন
NOTEনীচে দেওয়া NEXT PAGE বাটনে ক্লিক করে এই QUIZ এর পরবর্তী প্রশ্নগুলি দেখুন।

ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী দেশসমূহ


11/20
ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার হল- (@onstudyzone)
A) ২,৯৩৩ কিলোমিটার
B) ৩,২১৪ কিলোমিটার
C) ১৫,২০০ কিলোমিটার
D) ৭,৫১৭ কিলোমিটার
Explanation:ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার ৩,২১৪ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃতি ২,৯৯৩ কিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা ১৫,২০০ কিলোমিটার এবং উপকূলভাগের দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার।
12/20
ভারতের কোন দিকে আরব সাগর অবস্থিত? (@onstudyzone)
A) দক্ষিণ-পশ্চিমে
B) দক্ষিণে
C) দক্ষিণ-পূর্বে
D) উত্তরে
Explanation:ভারতের দক্ষিণ-পশ্চিমে আরব সাগর, দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।
13/20
মালদ্বীপ ভারতের কোন দিকে অবস্থিত? (@onstudyzone)
A) পশ্চিমে
B) দক্ষিণে
C) পূর্বে
D) উত্তরে
Explanation:ভারতের দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্রগুলি হল মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
14/20
হিমালয় পর্বতমালা ভারতের কোনদিকে অবস্থিত? (@onstudyzone)
A) পশ্চিমে
B) দক্ষিণে
C) পূর্বে
D) উত্তরে
Explanation:ভারতের উত্তর সীমা জুড়ে অবস্থান করছে হিমালয় পর্বতমালা।
15/20
ভারতের সর্বোচ্চ অংশ হল- (@onstudyzone)
A) কুট্টানদ
B) কাঞ্চনজঙ্ঘা
C) ইন্দিরা কল
D) কারাকোরাম
Explanation:সিক্কিমের কাঞ্চনজঙ্ঘা (উচ্চতা ৮৫৮৬ মিটার) বর্তমান ভৌগোলিক পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ বিন্দু। যদিও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কারাকোরাম (উচ্চতা ৮৬১১ মিটার) শৃঙ্গটিকে ভারত সরকার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে দাবি করে।
16/20
ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত মরুভূমিটির নাম কী? (@onstudyzone)
A) সাহারা মরুভূমি
B) কালাহারি মরুভূমি
C) থর মরুভূমি
D) গিবসন মরুভূমি
17/20
ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে- (@onstudyzone)
A) পক প্রণালী
B) গ্রেট চ্যানেল
C) সমব্রেরো
D) ডানকান প্যাসেজ
Explanation:ভারতের উত্তর সীমা জুড়ে অবস্থান করছে হিমালয় পর্বতমালা।
18/20
ভারতে বর্তমানে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে? (@onstudyzone)
A) ৮ টি রাজ্য ও ২৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
B) ২৮ টি রাজ্য ও ৫ টি কেন্দ্রশাসিত অঞ্চল
C) ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
D) কোনটিই নয়
Explanation:ভারতীয় প্রজাতন্ত্র ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। এই রাজ্য ও অঞ্চলগুলি আবার ৭৩৯টি জেলায় বিভক্ত।
19/20
ভারতের প্রমাণ সময় গ্রিনিজ মিন টাইম এর তুলনায় কত সময় এগিয়ে? (@onstudyzone)
A) ৩ ঘন্টা ৩০ মিনিট
B) ৫ ঘন্টা ৩০ মিনিট
C) ৪ ঘন্টা ২০ মিনিট
D) ২ ঘন্টা ৩০ মিনিট
Explanation: ভারতের প্রমাণ সময় গ্রিনিজ মিন টাইম এর তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে।
20/20
ভারতবর্ষ পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ দখল করেছে? (@onstudyzone)
A) ২.৪২%
B) ৫%
C) ৩.৫%
D) ৬.৩%

নিম্নে দেওয়া SUBMIT বাটনে ক্লিক করে সঠিক উত্তরগুলি যাচাই করে নিন। আপনি কতগুলি প্রশ্নের সঠিক বা ভুল উত্তর দিয়েছেন তার RESULT দেখতে পাবেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেএখানে ক্লিক করুন। এই মকটেস্ট লিঙ্কটি আপনার সকল বন্ধুর মাঝে Shere করুন।

Result:



আরও দেখুন

Post a Comment

0 Comments